ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৮ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

চিত্রনায়িকা মাহি - ডা: মুরাদ : ট্রাকই তাদের কাল হলো?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসানের ঈগল এবং আওয়ামী লীগের নৌকার মাহবুবুর রহমানকে পেছনে ফেলে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আব্দুর রশিদ।

এই ট্রাক প্রতীক নিয়েই চিত্রনায়িকা মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে হেরেছেন। মাহি অনেকটা আত্মবিশ্বাসী হলেও ভোটের রাজনীতি বুজতে পারেননী। এ আসনে আওয়ামিলীগের প্রার্থী জয়লাভ করেছেন।

ভোটাররা বলাবলি করছেন ডা. মুরাদ ট্রাকের কাছে হারলেও মাহি ট্রাক প্রতীক নিয়েই হেরে গেলেন। তাদের হারের পেছনে এই ট্রাক প্রতীকই যেন কাল হলো!

রবিবার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার সর্বশেষ দেয়া তথ্য অনুযায়ী, আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট এবং আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত-সমালোচিত ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আব্দুর রশীদের জয় নিশ্চিত হয়।

detail lower 300x250

Posted by Newsi24

দেশ এর সর্বশেষ খবর



রে