ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৮ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

মাইকিং করে গুড়িয়ে দেয়া হলো মসজিদসহ লেংটার মাজার

মাইকিং করে লোক জড়ো করার পর গুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রায় ৮০ বছরের পুরোনো একটি মাজার।

পূর্বাচল ১১ নম্বরে সেক্টরে ওই মাজারটি হজরত হোসেন আলী শাহের হলেও, লেংটার মাজার হিসেবেই বেশি পরিচিত।

হামলাকারীরা ভেকু দিয়ে মাজার এবং মসজিদসহ সেখানকার স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার পর তারা সেখানে আগুন জ্বালিয়ে দেয়।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লেংটার মাজারের খাদেম জাকির হোসেন।

তিনি বলেন, রাতে দুই থেকে আড়াইশ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে। তারা প্রথমে ভেকু দিয়ে মাজারটি ভেঙ্গে ফেলে। পরে পাশের টিনশেড মসজিদ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

মাজার ভাঙার খবর পেয়ে বুধবার সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এবং র‍্যাব -১ এর কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একসঙ্গে খুন হলেন দুই ভাই একসঙ্গে খুন হলেন দুই ভাই
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, রাতে দুর্বৃত্তরা মাজারে হামলা ও ভাঙচুর করে। এমনকি মাজারে মসজিদে আগুন জ্বালিয়ে দেয়।

এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান লিয়াকত আলী।
সূত্র : ডিবিসি

detail lower 300x250

Posted by Newsi24

দেশ এর সর্বশেষ খবর



রে