চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের শুরুটা ভালো হয়েছে মুস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীরর তালিকায় সবার উপরে রয়েছেন ফিজ।
এসবের মাঝেই মুস্তাফিজকে হঠাৎই আজ রাতে ফিরতে হচ্ছে ঢাকায়। যেখানে এই পেসারের চেন্নাইয়ের হয়ে অন্তত ৯টি ম্যাচ খেলার কথা, সেই ক্রিকেটার ৩ ম্যাচ খেলেই কেন ঢাকায় ফিরছেন?
জানা গেছে, মুস্তাফিজ ঢাকায় ফিরছেন আসলে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রক্রিয়া শেষ করতে। বিসিবি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সম্ভাব্য সব ক্রিকেটারকে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে যেতে হবে বায়োমেট্রিকের কাজ সারতে। ভিসাপ্রক্রিয়া সারতেই ঢাকায় আসছেন ফিজ।
বৃহস্পতিবারের পর ভিসাপ্রক্রিয়ার আরও কিছু কাজ থাকবে, যেটি হতে পারে রোববার ও সোমবারে। সে হিসেবে ৫ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ হয়তো খেলা হবে না মুস্তাফিজের। এমনকি হাতছাড়া হতে পারে ৮ এপ্রিল চেন্নাইয়ে হতে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটিও। আর যদি ঈদের ছুটিতে পড়ে যায় ভিসাপ্রক্রিয়ার কাজ, তাহলে আরও ম্যাচ মিস হতে পারে তার।
ভিসাপ্রক্রিয়া শেষে আবারও আইপিএলে ফিরে যাওয়ার কথা মোস্তাফিজের। বুধবার চট্টগ্রাম টেস্ট শেষে পুরো দলেরই ভিসাপ্রক্রিয়া শুরু করবে বিসিবি।
Posted by Newsi24