ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৮ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

ড. ইউনূস নিজেই জানালেন তার নির্বাচন পরিকল্পনা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে বিশ্বনেতার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যোগদান করছেন নানান অনুষ্ঠানেও।

স্থানীয় সময় মঙ্গলবার এমনই একটি অনুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস। অনুষ্ঠানটির নাম ক্লাইমেট-ফরোয়ার্ড। আয়োজক মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সেখানে দীর্ঘ ২৫ মিনিট কথা বলেছেন এ নোবেলজয়ী। কথা প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশের নির্বাচনের বিষয়। বাদ যায়নি গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ও।


অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক ড. ইউনূসের কাছে জানতে চান তার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমাকে দেখে কী আপনার মনে হয় আমি নির্বাচন করবো? আমি নির্বাচন করবো না।’


নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস জানান, সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেওয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছাবে তখনই নির্বাচন আয়োজন করা হবে।


নির্বাচনের বিষয়ে প্রশ্ন করার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। সে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।

detail lower 300x250

Posted by Newsi24

রাজনীতি এর সর্বশেষ খবর



রে