ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৮ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

বাবাকে প্রবাসে নিজের কাছে নিয়ে, এক মাস পর চিরবিদায় নিলো ছেলে

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম সুজন নামের এক বাংলাদেশি আমেরিকান নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সুজনের বাবা নুর মিয়াসহ আরও কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় নুর মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিশিগানের হ্যামট্রামেক পুলিশ জানায়, একটি সাদা গাড়িতে থাকা যাত্রীদের সন্দেহ হলে পুলিশ গাড়িটি ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে সাদা গাড়িটি দ্রুত পালিয়ে যাচ্ছিল।


এ সময় মাহিদুল ইসলাম সুজন ও বাবাকে বহনকারী গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে ছিল। এ সময় সন্দেহভাজন সাদা গাড়িটি সুজনদের গাড়িকে ধাক্কা দেয়।

এতে সুজনদের গাড়ি দুমড়ে-মুচড়ে যায় ও পাশে থাকা আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুজন। এছাড়া আহত হন সুজনের বাবাসহ বেশ কয়েকজন।

বাবাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার এক মাস পর সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত

নিহত সুজনের শ্বশুর আব্দুল মতিন বলেন, সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে রয়েছে। আজ শুক্রবার ফরেনসিক রিপোর্ট আসার পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রায় ৮ বছর আগে মিশিগানে আসেন সুজন। এরপর গত ৪ সেপ্টেম্বর বৃদ্ধ বাবা নুর মিয়াকে ভিসিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন। সুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।

detail lower 300x250

Posted by Newsi24

প্রবাস এর সর্বশেষ খবর



রে