থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাধারণ ডায়েরি করতে করতে দেওয়া হচ্ছে না, এ অভিযোগ নিয়ে সেনাবাহিনীর কাছে যাওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার সকালে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশির ভাগ থানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই।’
এতে বলা হয়, ‘ক্ষতিগ্রস্ত সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ, সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন।’
Posted by Newsi24