ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৮ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

২ মেয়ের পর ছেলের আশা প্রবাসীর স্ত্রীর : এবার জন্ম নিলো ৫ ছেলে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী।

বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এসব সন্তানের জন্ম হয় বলে প্রসূতির মামা জানান।

প্রসূতি মেরিনা খাতুন (৩৫) নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী।


বর্তমানে তিনি ওই হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

মেরিনার মামা নয়ন বাবু আরও বলেন, তার ভাগনির আগে দুটি মেয়ে ছিল। বড় মেয়ের বয়স ১৪, আর ছোটটির বয়স ১১। তাদের আশা ছিলো ছেলে। এবার সে একসঙ্গে পাঁচ ছেলে সন্তান জন্ম দিয়েছে।

বাবু বলেন, মঙ্গলবার তার ভাগনির প্রসব ব্যথা ওঠে। পরে নওগাঁ থেকে তাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।


এখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

এরপর রাতেই তাকে ওই হাসপাতালে পাঠানো হয়। স্বজনরা জানতেন, মেরিনার তিনটি সন্তান হবে।

বুধবার বেলা ১১টায় অস্ত্রোপচারের পর একে একে পাঁচটি সন্তান হওয়ায় সবাই অবাক হন।


খবর পেয়ে বাড়ি থেকে আত্মীয়-স্বজন মিলে অন্তত ১৫ জন লোক আসেন নবজাতকদের দেখভাল করার জন্য।

রাজশাহী মেডিকেলের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন বলেন, “অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন এক কেজি, দুটির এক কেজি ৩০০ গ্রাম করে এবং দুটির এক কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে।”

detail lower 300x250

Posted by Newsi24

দেশ এর সর্বশেষ খবর



রে