ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৯ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

‘পুষ্পা’র শুটিং হয়েছিল যেখানে, সেখানেই তার নায়িকাকে নিয়ে যেতে চান শাকিব

পরপর ছবি মুক্তি পাচ্ছে শাকিব খানের। আগে কোনো একজন অভিনেত্রীর সঙ্গেই একের পর এক কাজ করতেন তিনি। তবে সেই ছকে বাঁধা ফর্মুলা থেকে বেরিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন শাকিব। গত বছর মুক্তি পেয়েছিল তার ‘প্রিয়তমা’ ছবিটি। সদ্য মুক্তি পেয়েছে ‘দরদ’ ছবির পোস্টার। এই মুহূর্তে ব্যস্ত তিনি ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে।


এর মাঝেই আবার নতুন ছবির কথা প্রকাশ্যে। ছবির নাম ‘তুফান’। পরিচালক রায়হান রাফী। গত ১১ ডিসেম্বর এই ছবির কথা ঘোষণা করা হয় ঢাকায়। কিন্তু কে হবেন শাকিবের নায়িকা, সেই নিয়ে মুখ কুলুপ পরিচালকের।

শোনা যাচ্ছ, মিমি চক্রবর্তী হতে চলেছেন শাকিবের পরবর্তী ছবির নায়িকা। ‘পুষ্পা’ সিনেমার শুটিং হয়েছিল যেখানে, সেখানেই যাবেন নায়ক-নায়িকা।
সূত্র: আনন্দবাজার

detail lower 300x250

Posted by Newsi24

বিনোদন এর সর্বশেষ খবর



রে