চলতি বছরের মার্চ মাসে রমজানকে স্বাগত জানাবেন সারা বিশ্বের মুসলমানেরা। এবার ২৬ বছর পর শীত মৌসুমে রমজান পালন করবেন সৌদি আরবের নাগরিকেরা।
সাবাক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী এবার সৌদি আরবে ১১ মার্চ রমজান শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। দেশটিতে শীত মৌসুম শুরু হয়েছে ২২ ডিসেম্বর থেকে. যা চলমান থাকবে ২০ মার্চ পর্যন্ত।
বিশেষজ্ঞরা বলেছেন, ২০২৪ সাল থেকে রমজান শীতকালে শুরু হবে, তবে প্রথম দুই বছর রমজানের শেষ অংশে বসন্তকাল শুরু হবে।
এরপর ২০৩১ সাল পর্যন্ত রমজান শীতকালে শুরু হবে এবং এরপরের ৮ বছরে অর্থাৎ, ২০৩৯ সাল পর্যন্ত শরৎকালে।
Posted by Newsi24