ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৯ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

কাতারে প্রথম বাংলাদেশি হাফেজ মুশফিকুর

কাতারে অনুষ্ঠিত তিজান আন নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়।

প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান প্রথম স্থান অর্জন করে। মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর শায়েখ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।

একই মাদরাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান কুরআন ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

detail lower 300x250

Posted by Newsi24


রে