ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৯ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

নির্জন রাস্তায় একটি ভয়াবহ ধর্ষণ! [ভিডিও]

[ভিডিও লিংক নিউজের নিচে দেখুন]
ধর্ষণ নিয়ে অনেক কথাই তো হল। কিন্তু জানেন কি, ঠিক কী রকম অনুভূতির মধ্যে দিয়ে একজন ধর্ষিতা যান? কখনও উপলব্ধি করতে পারবেন কি তাঁর অসহনীয় যন্ত্রণা, অপমান, বিষাদ? আদৌ কি তা অন্য কারও পক্ষে সম্ভব? দিল্লির নির্জন রাতে চলন্ত বাসে মঞ্চস্থ নির্ভয়া কাণ্ড। বদায়ুঁর গাছের ডালে ফাঁসিতে লটকানো হতভাগ্য দুই কিশোরী। এছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসা ধর্ষণ ও নিগ্রহের বিভিন্ন সংবাদ আমাদের পীড়িত করে।

সমবেদনা জানালেও পীড়িতদের অসহ্য বেদনা উপলব্ধি করতে পারি না আমরা কেউ। সেই যন্ত্রণা বেড়ে যায় আইনের ফাঁক গলে দুষ্কৃতীরা যখন পার পেয়ে যায়। তাদের পথ অনুসরণ করে অন্য কোনও অপরাধী, শ্লীলতাহানির হাঁড়িকাঠে বলি হয় আর কোনও অসহায় নারী। ধর্ষিতা নারীর যন্ত্রণা, তাঁর অসহায়তা এবং আনুসঙ্গিক আরও বিবিধ ঘটনাপঞ্জী একটি অসাধারণ ভিডিয়োয় ফুটিয়ে তুলেছেন নির্দেশক-অভিনেতা বরুণ প্রুথি ও তাঁর সহযোগীরা। তাঁদের অসামান্য প্রয়াস দেখুন ভিডিওতে।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন








cin/vedio/226

detail lower 300x250

Posted by Newsi24

এ বিভাগের সর্বোচ্চ পঠিত

এর সর্বশেষ খবর



রে