ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর 24, ৯ পৌষ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

মেনে নেয়নি পরিবার :পালিয়ে বিয়ে করলেন পপি-প্রতিমা

পপি মণ্ডল ও প্রতিমা বিশ্বাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ায় প্রেমে। কিন্তু তাদের ভালোবাসা বাড়ি থেকে মানতে চায়নি কেউই। পরে পালিয়ে বিয়ে করেন তারা। ঘটনাটি ভারতের মালদহের।

পপি-প্রতিমা দুজনেই প্রাপ্তবয়স্ক নারী। ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন তারা।


এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। বিয়ের ঘটনাকে ঘিরে মালদহে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে।

এদিকে সম্পর্কের বিষয়ে পপি-প্রতিমা জানান, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে কথা বলতেন। এভাবে তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রেমে গিয়ে গড়ায়। পরে তারা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


তারা আরও জানান, দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকজন সমর্থন না করায় বিয়ের এ সিদ্ধান্ত নেন।

সামাজিক সমালোচনার ভয় তারা করেন না। তাদের ভালোবাসার জয় হয়েছে। এরপর কিছু না কিছু রোজগারের পথ বেছে নিতে পারবেন বলেই আশা করছেন পপি-প্রতিমা।

detail lower 300x250

Posted by Newsi24

বিচিত্রিতা এর সর্বশেষ খবর



রে